বসন্তের আমেজ  
ইব্রাহিম হোসেন  


পল্লবে শোভিত গাছে গাছে পাতা,
শিশুরা চুষে খায় মেওয়া ফল আতা ।


ফুলবন সাজানো ফুলে তোড়া বাঁধা,
পল্লীর স্বৃতি আছে মনে কত গাঁথা !!


মেঠো পথে হেঁটে যায় রাখালিয়া বধু,
কোকিলের কুহু ডাকে চায় গাছে শুধু।


কৃষাণের মাঠ ভরা সোনা ভরা ফসল,
গোলা ভরা ধান উঠে গন্ধে আকুল ।


ঘরে ঘরে প্রতি ঘরে পল্লবী পিঠা ,
খুশিতে ভীষণ খেলে মায়ে দেয় পিটা ।


গাছে গাছে পাখি গায় সুমধুর সুর ,
দূর হয় হৃদয়ের বেদনা বিধুর ।


মৌমাছি ফুল বনে উড়ে করে ভ্রমণ,
বসন্তের আমেজে করে মধু আহরণ ।


নদী-কূলে নব-বধু দখিনা হাওয়ায়,
শাড়ীর আঁচল ঐ আকাশে উড়ায় ।


সবুজের ছায়াতলে দখিনা বাতাস ,
বসন্তে আজ মন উতলা উদাস ।