বৌ শাসনে আনো
মোঃ ইব্রাহিম হোসেন


গর্ভে ধারণ কষ্টে সাধন
করলো মা'য়ে মানুষ,
মা'কে ভুলে বধূর সাথে
উড়াও ছাদে ফানুস।


এ যে কেমন বধূ ওগো
যুবক তোমার সাথে?
ভাত বাড়ে না, ভাত বাড়ে না
মা জননীর পাতে।


ক্ষুধার জ্বালায় কাঁদে যে মা
থাকো না তাঁর খোঁজে,
বৌকে নিয়ে সুখ মহলে
নিত্য মাতো ভোজে।


যার কারণে পেলো তোমায়
স্বামী রূপে আজি,
করছে তাঁকেই অবহেলা
বধূ তোমার পাজি।


বৌ শাসনে আনো যুবক
মা'কে বাসো ভালো,
জীবন তবেই ধন্য হবে
জ্বলবে সুখের আলো।