বৌ দিয়েছে আড়ি
মোঃ ইব্রাহিম হোসেন


যাচ্ছি বাড়ি হয় তো আড়ি
দেবে আমার বধূ,
নাই যে সাথে দুইটি হাতে
মিষ্টিভরা মধু।


হয়নি বেতন মনের কেতন
উড়ছে না ওই নীলে,
আকাশ কাঁপে মেঘে ঢাকে
কাঁপন ধরে দিলে।


স্টেশনে-ই নিরজনেই
ভাবছি মনে মনে,
দেবে কি হায় দেবে না তাই
দেখা আমার সনে ?


বলবো প্রিয়া কান ধরিয়া
দুদিন পরেই হবে,
ব্যাংকে যাবো টাকা পাবো
ফুটবে হাসি তবে।


দিচ্ছি এখন মনের মতন
একটা চুমু এঁকে,
রাগ করো না ময়না সোনা
আর থেকো না বেঁকে।


বৌটা আমার খুব যে গামার
মন গলে না কভু,
রবকে বলি দুহাত তুলি
রাগ ভেঙে দাও প্রভু।