বৈচিত্র্যময় জীবন
মোঃ ইব্রাহিম হোসেন


জেলখানার এই দুনিয়াটায় কত রঙের খেলা,
কেউ বা হাসে কেউ বা কাঁদে অশ্রু সারা বেলা।
কারো আছে কাঁড়ি কাঁড়ি দেশ বিদেশে বাড়ি,
কেউ দেখা যায় সন্ন্যাসী বেশ ঘর ও দুয়ার ছাড়ি।


গোস্ত পোলাও ফলফলাদি অর্থশালীর ঘরে,
ঔষধ বিনে জর নিয়ে গায় গরীবের নীর ঝরে।
বিদেশ গমন উচ্চ শিক্ষা ধনীর ছেলের তরে,
বাড়ির গোলাম তার দরজায় কাঁপে তারই ডরে।


ক্ষুধার জ্বালায় ভিক্ষুকে চায় নেই কোনো তার স্বত্ব,
হৃদয়হীন কয় ভিক্ষুক এ নয় ব্যবসাতে সে মত্ত।
সেই কুঁড়ে ঘর মা মেয়ে তর আহাজারি বাবার,
অবুঝ শিশু বাপ ডেকে কয় পেট জ্বলে দাও খাবার।


বৌ প্রতিক্ষায়  ফিরবে কখন উনুনে নাই হাঁড়ি,
পথের মাঝেই পথিকের চোর ঝুলিটা নেয় কাড়ি।
প্রতারকে প্রতারণায় ফেলে থাকে ফাঁদে,
নিজেরই দোষ দেয় চাপিয়ে কসুর হীনের কাঁধে।


বিনাদোষে হচ্ছে দোষী হীন অসহায় বলে,
ঘুষের টাকায় বাহাদুরি সুখেরই দীপ জ্বলে।
অপরাধীর হয় না সাজা সাধুরা সব জেলে,
গরীব বলে মন'কে নিজের কী জীবনে পেলে ?


দুঃখ জ্বালা সারি সারি অশ্রুতে বুক ভিজে,
পরের সুখে জীবন বিলায় কষ্টে থাকে নিজে।
খক কাশি ঠুক ধনীর দুলাল লক্ষ টাকা ভাঙে,
বিনোদনের উল্লাসে মন হাজার রঙে রাঙে।