বৃষ্টি বাদল
ইব্রাহিম হোসেন


বৃষ্টি এলো বৃষ্টি এলো
চল না ঘরে চল ,
বৈশাখী ঝড় দিচ্ছে হানা
নদে এল ঢল ।।


কানায় কানায় নদী ভরা
উপছে পড়ে ঢেউ,
যাসনে ওরে যাসনে ওরে
নাইতে তোরা কেউ ।।


অঝোর ধারায় বৃষ্টি পড়ে
ঝর্ণা নদী বহে,
নদীর মাঝে নৌকা চলে
বৈশাখী ঝড় ধায়ে ।।


থর, থর, থর কাঁপে মাঝি
নৌকা নিতে কিনার ,
প্রাণটা বুঝি যায় যায় তার
বাঁচবে না যে আর  ।।


চড়, চড়, চড় বিজলী ডাকে
প্রাণটা উঠে কেঁপে ,
খোকা-খুকি কইরে তোরা ?
মা ও বাবা ডাকে ।।


ঝড় বৃষ্টি থেমে যখন
আকাশ ফাঁকা হয়,
শান্ত নদীর জলে তখন  
শান্ত কথা কয় ।।


রংধনু যে উঁকি মারে
নীল আকাশের বুকে,
সাতটি রঙ্গে মনটা যেন
ভরিয়ে তোলে সুখে ।।


বৃষ্টি বাদল বৃষ্টি বাদল  
লাগে কত ভালো !
এক নিমিষে কালো আবার
এক নিমিষেই আলো ।।
***************
💕💕💕💕💕💕💕💕
==============