বুঝবে সেদিন
মোঃ ইব্রাহিম হোসেন


বুঝবে সেদিন বুঝবে তুমি
বুঝবে আমায় প্রিয়া,
যেদিন আমি চলে যাবো
চিরবিদায় নিয়া।


আর কখনো আসবো না যে
করতে প্রেমের দাবি,
কেমন তোমার কাটবে সেদিন
নিত্য আমি ভাবি?


আর যাবো না ফুল বাগানে
গাঁথতে প্রেমের মালা,
বুকের মাঝে করবো দাফন
তোমার দেওয়া জ্বালা।


ডাক দেবো না প্রিয়া বলে
কেমন তুমি আছো?
এইটুকু যাই দোয়া করে
চিরসুখে বাঁচো।


ভুল করে'ও পড়ে যদি
আমায় কভু মনে,
ছিলো না মোর প্রতারণা
ভেবো তোমার সনে।


আমার তরে তোমার কভু
ঝরে যদি আঁখি,
ভেবে নিও ছিলাম আমি
তোমার প্রাণের পাখি।


কেউবা যদি নাই বা ডাকে
প্রিয়া নামটি ধরে,
বুঝবে আমার এ প্রেম ছিলো
শুধুই তোমার তরে।


হয়তো তুমি কাঁদবে সেদিন
থাকবো নাকো আমি,
প্রেমের জ্বালা বুঝবে তখন
প্রেম যে কত দামি?


চোখের জলে বুক ভাসাবে
ভিজবে বালিশ খানি,
একলা জেগে চাঁদনি রাতে
মুছবে চোখের পানি।


সেদিন তুমি বুঝবে আমায়
বুঝবে আমার বাণী,
আমার প্রেমের রাজ-মহলে 
তুমিই ছিলে রানী।