চারিদিকে ঘুষ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-০৭-২০২৪ ইং
ঘুষ ঘুষ ঘুষ, চারদিকে ঘুষ ,
ঘুষের দায়ে আজ মানুষ বেহুঁশ।
ঘুষ খাওয়া মহাপাপ কবে হবে হুঁশ?
ঘুষ ঘুষ ঘুষ, চারদিকে ঘুষ ,
ঘুষের দায়ে আজ মানুষ বেহুঁশ।
চাকরিতে ঘুষ, থানা গেলে ঘুষ,
ঘুষ পেলে মুখে ফুটে নীতিকথা ভুস।
না দিলেই জীবনটা হয়ে যায় তুষ।
ঘুষ ঘুষ ঘুষ, চারদিকে ঘুষ ,
ঘুষের দায়ে আজ মানুষ বেহুঁশ।
ক'দিনের দুনিয়া বলতে কে পারে?
দু'দিনের আয়ু ভাই মৃত্যুটা ধারে।
এতটুকু দাম নাই দম গেলে ঠুস।
ঘুষ ঘুষ ঘুষ, চারদিকে ঘুষ ,
ঘুষের দায়ে আজ মানুষ বেহুঁশ।
পথেঘাটে ঘুষ ফুঁস ফুঁস ফুঁস,
না দিলেই ঘুষ কাঁচকলা চুষ।
জীবনটা বরবাদ জেল হাজতে ঢুস।
ঘুষ ঘুষ ঘুষ, চারদিকে ঘুষ ,
ঘুষের দায়ে আজ মানুষ বেহুঁশ।
স্কুলে ঘুষ, কলেজেও ঘুষ,
বিচার পেতেও লাগে সমাজেতে ঘুষ।
ঘুষ দিলে বিজয় আসে ঘুষখোরে খুশ।
ঘুষ ঘুষ ঘুষ, চারদিকে ঘুষ ,
ঘুষের দায়ে আজ মানুষ বেহুঁশ।