চাষীর স্বপ্ন
ইব্রাহিম হোসেন


অর্ক তাপে কষ্ট করে
কৃষাণ করে চাষ,
সলিল দ্বারা সেচের কাজে
কাটায় বারো মাস।


রোদ বৃষ্টি মাথায় নিয়ে
রজনী কাটে তার,
কত সময় অনাহারে যে
ক্ষণদা করে পার।


একটা মনে স্বপ্ন শুধু
ফলবে ক্ষেতে ধান,
ক্লান্তি শেষে  ভার্যা নিয়ে
ধরবে সুখে গান।


অঙ্গণা যে তৃপ্ত হবে
থাকবে মুখে হাস,
কৃষাণ মনে আশার আলো
সুখের হবে বাস।


ঘরের যোষা প্রধান হবে
চিত্তে খুশির বান,
ফলফলাদি মৃত্তিকাতে
প্রভুর সেরা দান।