চাষিদের মান
ইব্রাহিম হোসেন


চাষ করে চাষি মাঠে ফলায় ফসল,
দেশ দরদী তো ভবে এরা'ই আসল।
ঘাম ঝরে কাজ করে সারাটা বেলায়,
করে নাকো নষ্ট কভু সময় হেলায়।


রাত কিবা দিন বলো চোখে নাই ঘুম,
মাঠেঘাটে সারাদিন ভূমে দেয় চুম।
ঝড়-বৃষ্টি মাঝে তারা মানে না বারণ,
ভাঙ্গিয়া আইল যাবে এই তো কারণ।


স্বপ্ন আঁকে দুটি চোখে সুখে যাবে দিন,
ফসল উঠিলে ঘরে শোধ হবে ঋণ।
ফুটিবে মুখের হাসি মনে কত আশ,
এই ভেবে চাষি করে চাষ বারো মাস।


এতো কষ্ট করে যেনো বের হয় প্রাণ,
কৃষকেরা হয় তবু সদা অপমান।
ভেবো গো ধনীরা জেনো তারাও মানুষ,
সুখে থেকে নীলাকাশে উড়াও ফানুস।


চাষিদের তরে সুখী আমাদের দেশ,
এসো সবে মিলেমিশে ভালোবাসি বেশ।
মান'হানি করো নাকো কৃষাণের আর,
নয় তারা ছোট ভবে নয় কদাকার।
==================


লকডাউনের খেলা
ইব্রাহিম হোসেন


করোনারই ভয়ে আজকে
বন্দি দেশের মানুষ,
শহর বাজার শপিংমলে
উড়ায় দেখো ফানুস।


দেশ-বিদেশে লকডাউনে
দেশ-জনতা  বন্দি,
ওই মাস্ক ছাড়াই চলছে পথে
হাজার লোকের সন্ধি।


রাস্তা-পথে কেউ মানে না 
ওই সরকারের আইন,
কেউ মানে না পাশ করা এ
মন্ত্রী সভার সাইন।


আইন পালন যানবাহনে
ডাবল সীটের ভাড়া,
পিছন সীটে এলকা বধূ
প্রিয় স্বামী ছাড়া।


লকডাউন'টা চলছে আরো
বিদ্যালয়ের মাঠে,
ছাত্র ছাত্রী নষ্ট হচ্ছে
দেয় না যে মন পাঠে।