চিতার দহন
ইব্রাহিম হোসেন


মনের মানুষ দুঃখ দিলে
যায় না কভু সহন,
বুকের মাঝে তাই'তো জ্বলে
অগ্নি চিতার দহন।।


দুঃখে ভরা ডালি নিয়ে
করি আমি বহন,,
বুকের মাঝে তাই তো জ্বলে
অগ্নি চিতার দহন।।


রাত্রি গভীর একা যখন
করি আমি শয়ন,
চোখের জলে বালিশ ভিজে
ঝরে দুটি নয়ন।
প্রিয়া আমার চলে গেলো
ছিন্ন করে বাঁধন,
আর্তনাদে বুক ফেটে যায়
আঁখিদ্বয়ে কাঁদন ।।


দিবা-নিশি এই হৃদয়ে
হয় যে রক্তক্ষরণ,,
বুকের মাঝে তাই'তো জ্বলে
অগ্নি চিতার দহন।।


দুটি চোখের পাতায় ছিলো  
সারি সারি স্বপন,
দুজন মিলে করবো মোরা
সুখেরই বীজ বপন।
স্বপ্ন ভেঙে আসলো ধেয়ে
কালবৈশাখী পবন,
নিঃস্ব করে উড়ায় নিলো
আমার সুখের ভবন।।


নাভিশ্বাসের জ্বালায় যেন
হয় গো আমার মরণ,,
বুকের মাঝে তাইতো জ্বলে
অগ্নি চিতার দহন।।