চিত্ত কাঁপাও
মোঃ ইব্রাহিম হোসেন


পূর্ণিমাতে চন্দ্র হাসে
জগৎ করে আলো,
রপ্ত করে রব'কে ধরে
দ্বীনের মশাল জ্বালো।


লোভ লালসার মোহে পড়ে
জীবন হবে কালো,
ভবের মায়া ভুলে সবে
রব'কে বাসো ভালো।


কত সময় ব্যয় করেছো
অল্প দিনের ক্ষণে,
রঙ্গ লীলার স্বজন প্রিয়ো
কেউ যাবে না সনে।


নেক আমল-ই সঙ্গী হবে
আঁধার কবর ঘরে,
সফল হবে চিত্ত কাঁপাও
মহান প্রভুর ডরে।
============


নয়ন তারায় তুমি
মোঃ ইব্রাহিম হোসেন


ভাল্লাগে না কোনো কিছুই
তোমায় শুধু খুঁজি,
এই হৃদয়ের ফুলদানিতে
বসত করো বুঝি।


যেদিকে চাই,সেদিকে পাই
চোখের তারায় ভাসো,
দু'হাত বাড়াই ভালোবেসে
প্রিয়া কাছে আসো।


আমরা দু'জন প্রেমের সুজন
বাঁধবো সুখের বাসা,
তোমার আমার পূরণ হবে
মনের যত আশা।


সুখ পবনে নাও বেয়ে যে
ভাসবো সুখের বানে,
উদাসী মন পাখনা মেলে
মাতবে মধুর গানে।


রাতে উঠে চন্দ্র তারা
ভোর বেলাতে রবি,
নয়ন মাঝে আঁকি শুধু
তোমার মুখের ছবি।


স্বপ্ন দেখি তোমায় নিয়ে
ওই ললাটে চুমি,
জীবন মরণ প্রেমের সাধন
নয়ন তারায় তুমি।
========≠====