(১)
চোরের দল
ইব্রাহিম হোসেন


শোনো বলি ভাই বোনেরা
দেশটা আছে চোরে ঘেরা
দূর্নীতিতে খল,
আমার লেখা থাকে যদি
কারও পাতায় হুবহুবি
তারাই চোরের দল।


একটা লাইন লিখতে গেলে
কাঁপতে থাকে পড়ে হেলে
কলম ভেঙে যায়,
চুরি করা তাদের পেশা
আত্মসাতে বাড়ে নেশা
পরের লুটে খায়।


শুনছি নাকি টাকা কড়ি
স্বর্ণ'দানা ভরি ভরি
করতো চুরি চোর,
এই জামানা পাল্টে গেছে
সেই চোরেরাও আছে বেঁচে
বড্ড হারাম'খোর।


লেখাও চুরি করে এরা
চায় যে হতে সর্ব'সেরা
দেখতে মাকাল ফল,
মনের মাঝে কালি ভরা
ঈমান তাদের খুবই জরা  
নিত্য করে ছল।


ভদ্র'বেশি মানুষ ওরা
জুতার মালা দিয়ে ঘোরা
এরা জুতাও চোর,
চাই না দেশে চোর ও ডাকাত
ফকির বেশে নেয় রে যাকাত
ভন্ড বাবার দোর।
==========


(২)
ভূতের গুঁতো
ইব্রাহিম হোসেন


ভূতের কথা শুনলে খোকার
পরান কাঁপে ডরে,
রাত্রি বেলা ঘুম আসে না
একলা থাকে ঘরে।


সন্ধ্যা কেটে গভীর রাতে
তেঁতুল গাছের তলে,
লাল পরী ও নীল পরীরা
ভূতের গল্প বলে।


ভূত দেখেনি দুই চোখেতে
শুনছে শুধু কানে,
ঘুমের ঘোরে বনবাদাড়ে
দেখে সুদূর পানে।


সাদা পোশাক পরিহিত
রূপে সবার সেরা,
দেখতে লাগে অপরূপা
মায়ায় যেনো ঘেরা।


খোকার কাছে নিত্য ছুটে
আসতো রাণী ভূতো,
কোনো কিছুর ছুতো পেলেই
মারতো জোরে গুঁতো।
============