ছুটির দিন
মোঃ ইব্রাহিম হোসেন


ছয় ছটা দিন পরে আসে
শুক্রবারে ছুটির দিন,
তাই খোকাদের মনে বাজে
আনন্দেরই খুশির বীণ।


খেলাধুলায় জমবে যে বেশ
জমবে গানের আসর খান,
তাক ধিনাধিন নাচবে তারা
জুড়ায় যাবে সবার প্রাণ।


নদীর চরে বালুর দ্বীপে
দখিন হাওয়ায় মুক্ত মন,
খোকা খুকি দল বেঁধে সব
ছুটছে যে তাই জনে জন।


দলনেতা ডাক দিয়ে কয়
চল্ ছুটে যাই সবার আগ,
আজকে যাবো ফুল কুড়াতে
জুঁই চামেলি ফুলের বাগ।


মাঠের পরে মাঠ পেরিয়ে
যায় খোকারা খেলার তর,
গোধূলির ক্ষণ সন্ধ্যা লগন
মা ও বাবার চিত্তে ডর ।
===============



ক্ষণিকের ক্ষণ
মোঃ ইব্রাহিম হোসেন


অর্থ মোহে টাকার পিছু
ঘুরতে থাকো ভাই?
পরকালে মুক্তির তরে
পুণ্য কামাই চাই।


অর্থ কড়ি ধন ও দৌলত
আজ আছে নাই কাল ,
পরের মেরে ভরলে গোলা
কঠিন হবে হাল।


শক্তির জোরে লাঠির বলে
আমার করে নাও,
দাম্ভিকতায় জীবন গড়ে
সুখেরই নাও বাও।


থাকবে নাকো এমন জীবন
বিলীন হবে ছাই,
তোমার জমা পাপের বোঝা
নরক দিবে ঠাঁই।


ষাট বছর প্রায় আয়ু ভবে
প্রাণ কতক্ষণ রয় ?
এক মুহুর্তের নাই ভরসা
দম গেলে লাশ হয়।
======≠=≠====