কলেজ প্রেম
ইব্রাহিম হোসেন 


মাধ্যমিক শেষে যখন
পড়তে এলাম কলেজ,
একটি মেয়ে ভালোবেসে
কেড়ে নিল নলেজ।


কি করিব ভেবে না পাই
মাথা আমার ঘুরে,
সেই মেয়েটি বধু বেশে
আসবে কখন ঘরে?


জেগে জেগে স্বপ্ন দেখি
চাঁদ মামার ওই দেশে,
প্রেমের ঘরে বসত করি
দুজন ভালোবেসে ।


ঘুম আসে না, রাত জেগে রই
তার ভাবনায় একা,
কখন বুঝি বধু সেজে
দিবে আমায় দেখা ?


আসবে কখন জড়িয়ে নিতে
সেজে আমার বধু।
হারিয়ে যেতে দেবো নাকো
তাকে আমি কভু ।


এক দুই তিন  করে
গেল বছর কয়েক,
লেখা পড়ায় মন বসে না
হারিয়ে গেল বিবেক।


লেখা পড়ায় হয়ে গেল
সেই মেয়েটি প্রথম,
ভাল্লাগেনা কোন কিছুই
মাথা আমার গরম।


একদিন আমায় ডেকে বললো
কলেজ বারান্দায়,
শোনো বলি ইব্রাহিম
আর ভেবো না আমায়।


আমি এখন ছাত্রী ভালো
করবো লেখাপড়া,
গড়বো জীবন শিক্ষা দিয়ে
আর দেবো না ধরা।


মাথায় আমার ভেঙ্গে পড়লো
সাত আসমান জমিন,
অশ্রু  নিয়ে কাঁদি একা
দুঃখ সীমাহীন।


চলে গেল সেই মেয়েটি
আমায় করে পর,
পদ্মা পারে বাঁধলো সে যে
একটি সুখের ঘর।


নাক ছেঁচড়িয়ে, কষ্ট করে
করলাম বিয়ে পাস,
কান্না হল জীবন সাথী
এটাই ইতিহাস।