দাদুর হাতের লাঠি
মোঃ ইব্রাহিম হোসেন


গোলাভরা ধান ঘরে পিঠাভরা হাঁড়ি,
হাতে লাঠি দাদু ভাই মুখভরা দাড়ি।
লুকোচুরি নাতি পোতা করে আড়াআড়ি,
শহরের কিছু দূরে রাজশাহী বাড়ি।


নবান্নের'ই উৎসব আজ মউ মউ গন্ধে,
পিঠাপুলি চারিদিকে সুরভিত রন্ধ্রে।
বাড়ির উঠানে দেখো এ রজনীগন্ধা,
শীতের আভাস মিলে বেলা গড়ে সন্ধ্যা।


জোনাকির আনাগোনা মিটিমিটি জ্বলে,
জোছনার আলো  ছড়ে গগনের তলে।
মাঠে মাঠে কুয়াশারা ঝাঁকে ঝাঁকে চলে,
চাঁদের কিরণ পড়ে পুকুরের জলে।


শেয়ালের হাঁকাহাঁকি মনে ডর ধরে,
খোকাখুকি চুপিচুপি যায় দাদু ঘরে।
ওগো দাদু নাও বুকে কাঁপি থরথরে !
শেয়ালেরে কুকুরেরা খুব তাড়া করে।


দাদু বলে চুপচুপ নড়াচড়া কম,
বুঝেছি তোদের করে গা যে ছমছম।
মোর লাঠি এনে দেরে আমি তার যম,
ভয় যাবে দূরে সরে হাসি হরদম।