দাম্ভিকতার অনুশোচনা  
মোঃ ইব্রাহিম হোসেন


অসহায় যারা দুর্বল তারা
মারিস তাদের তির,
সিন্দুক ভরা টাকার-ই ঘড়া
নিজেকে ভাবিস বীর।


তুই মুসাফির চল্ পথে ধীর
মন-কালি কর দূর,
সৎ সততায় এক একতায়
তোল মনে তোর সুর।


আর কতকাল চলিবে এ হাল
করিবি গরিব খুন,
তোর আঘাতের কষ্ট যাদের
দিস কাটা ঘায় নুন।


নাই মানবতা, কি নিষ্ঠুরতা
নরপিশাচ যে তুই!
শক্তের ভক্ত, খাস চুষে রক্ত
দুর্বলের-ই উই।


অশ্লীলতায় ভরপুর মন
নারী লোভী তুই ডন,
তোর দেহ মাঝ ধরিবে যে ঘুণ
স্বজন-প্রীতিতে জং।


শক্তি দেহের ক্ষমতা জোরের
বিলীন হইবে তোর,
অন্তিমকালে দু'হাত কপালে
কাটিবে অহং ঘোর।


বুঝিবি যেদিন কাঁদিবে সেদিন
অনুশোচনায় মন,
কষ্ট জ্বালায় একা নিরালায়
গুনিবি তখন ক্ষণ।


ঝরিবে নয়ন হারাবে অয়ন
খুঁজে নাহি পাবি তাকে,
চাহিলে'ও মাফ হবে না তা সাফ
দুখ দিয়েছিস যাকে।