দাও শিফা দান
মোঃ ইব্রাহিম হোসেন


আল্লাহ মহান, তুমি বড় দয়াবান!
একটু দয়া করো, করো মেহেরবান।
তোমারই দ্বারে আজ তুলেছি দুহাত,
দেখো না ঝরে মোর, ঝরে আঁখিপাত।
মোর কাঁদনে কাঁদে জমিন, আসমান ,
দাও প্রভু, দাও প্রভু, দাও শিফা দান।


করেনি কো অন্যায়, করেনি জুলুম,
সবই তো দেখো গো রব তুমি তো মালুম।
কোন অপরাধে আজ মহাপাপী আমি!
ক্ষমা চাই, ক্ষমা করো অভাগা এ স্বামী।
তোমারই করুণা চাই ওগো রহমান!
দাও প্রভু, দাও প্রভু, দাও শিফা দান।


তাকে ছাড়া এ ভুবন আঁধারে ঢাকা,
ভাঙে হাল ডুবে তরী অচলে চাকা।
কালো মেঘ আবরণে মনেরই আকাশ,
অবয়ব ক্ষীণে রয় হলদে ফ্যাকাশ।
সমানে সমান হায় বাঁচা মরা প্রাণ!
দাও প্রভু, দাও প্রভু, দাও শিফা দান।


সে তো শুধু জীবনের সঙ্গিনী নয়,
সংসার ভুবনের জয়, পরাজয়।
অনেক সয়েছি ব্যথা দিওনা গো আর,
সুখ নাই জ্বালা হায় হৃদে হাহাকার!
ওগো রব, তুমি সব, তুমি মহিয়ান!
দাও প্রভু, দাও প্রভু, দাও শিফা দান।