দেহের কারিগর
মোঃ ইব্রাহিম হোসেন


কোন্ সে কারিগর বানাইলো তোর
এত সুন্দর দেহ !
দেখ্ না ভাবিয়া যাইবি মরিয়া
থাকবে কি আর কেহ ?


কোথা ছিলি বল চোখে আসে জল
যাবি কোথা চলে  ফির,
মনে ভেবে দেখ্ ভব প্রভু এক
নূরে আলো জ্বলে স্থীর।


মাটি দিয়ে হায় প্রথমে বানায়
আদম হাওয়ায় রব,
তার ভেতরে যে প্রাণ দিলো রে সে
সৃষ্টি জগৎ সব।


বাপ ঔরসে মা'র পেটে বসে
কলি থেকে আসে ফুল,
ধীরে ধীরে ভবে আসে সবে তবে
জন্ম মানুষ কুল।


এমন ভাবনা আসবে বেদনা
পড়বে মালিক মনে,
পাপ তাপ আর যত ব্যাভিচার্
রইবে না তোর সনে।