দেশমাতার সমীপে
ইব্রাহিম হোসেন


আসসালামুআলাইকুম প্রাইম মিনিস্টার,
নিম্নবিত্ত মধ্যবিত্ত করে শুধু হাহাকার ।


পেটের জ্বালা, ক্ষুধার জ্বালা সয়না প্রাণে আর,
নিম্ন মধ্যম শ্রেণীর  কিছু বলি সমাচার।


দিন ভিকারি, দিনমজুরি দিন আনে খায়,
মধ্যবিত্ত কর্মচারী বন্দী ঘরে হায়।


দেশমাতারি হুকুম জারি বাইরে নাহি যায়,
বন্দী ঘরে ধুকে মরে খাবার ঘরে নাই।


শ্রমিক, দোকান কর্মচারী, ফুটপাতেরই হকার,
ক্রান্তি লগ্নে হাত গুটিয়ে লক ডাউনে  বেকার।


কান্না করে ঘরে ছেলে দেয় পিটনি মার,
তোদের জন্য বল না আমি কোথায় পাব খাবার ?


মা কাঁদে, বাবা কাঁদে, কাঁদে পরিবার,
এই ভুবনে বাঁচার বুঝি নাই যে উপায় আর।


কিস্তি,  পানি, গ্যাস, বিদ্যুৎ, যাবতীয় আহার,
অনেক বাকি নেই ক্ষমতা তাদের শোধিবার।


তিন মাস পর এর পরিমাণ হবে পাহাড় সমান,  
কেমন করে শোধ করিবে কাঁদে তাদের পরান।


দেশমাতারি সমীপে চাই একটা আমি ত্রাণ,
মওকুফ করে দেন গো মাতা ঋণের পরিমাণ।