ধর্ষক
ইব্রাহিম হোসেন


ওরে ধর্ষক! ওরে নির্যাতক!
তোদেরকে বলি, তোদের কি নাই
কোন মনুষ্যত্ব ?
পারলি কেমন করে, নারীর ছেলে হয়ে
করতে নষ্ট, নারীর সতীত্ব ?


মনে কর্, তোদের ঘরে আছে
প্রিয়তমা,বৌ, বিবি, বোন,
টগবগে টগবগে যাদের রুপ ও যৌবন  ;
ওরে কুলাঙ্গার !
সইতে কি পারবি কখনো তোরা ?
করে যদি কেউ তাদের কভু ধর্ষণ ।


নয় তো ভবে মানব, তোরাই বড় দানব
নারী লোভী ইবলিশ শয়তান ,
ভয় কি হয় না, তোদের মনে কখনো ?
নরক-অনল হবে এর পরিণাম ।


তোদের কারণে হয় কত নারী ঘর ছাড়া !
তোদের কারণে হয় তারা সর্বহারা ,
মনে রাখিস, ধ্বংসস্তূপে হবি ধ্বংস তোরা
তোদের উপরে আছে লা'নত খাড়া ।


প্রিয় নবী দিয়েছেন যে নারীদের মান,
কেড়ে নিলি !
কেড়ে নিলি তোরা তাদের মান সম্মান!
মনুষ্যত্বকে হত্যা করে করলি তোরা বলিদান,
তোরা ধর্ষক, তোরা নির্যাতক !
তোদের তরে করি আমি ফাঁসির আহ্বান ।


😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
====================


[ বিশেষ দ্রষ্টব্য :- লক্ষীপুরের নবম শ্রেণীর ছাত্রী হীরামণিকে ধর্ষণ করে হত্যার কারণে এই কবিতা লেখা । এর আগে লিখেছি
"নারী নির্যাতন"। প্রিয় পাঠক ও কবি বন্ধুদের পড়ার আমন্ত্রণ রইল।  ]