দুখিনী মা  
ইব্রাহিম হোসেন  


মা ও বাবা একটি ছেলে একটি পরিবারে,
সুখেই দিন কাটত তাদের সুখী সংসারে।


কিছু দিন পর বাবা মারা গেলে পরে
দুঃখ নেমে আসে সেই ছোট্ট পরিবারে ।


মাথার ঘাম পায়ে ফেলে মায়ে কষ্ট করে,
মা ও ছেলে দুঃখের সাথে তাদের জীবন গড়ে।


কষ্ট করে মা ছেলেকে লিখা পড়া শিখায়,
ধীরে ধীরে ছোট্ট ছেলে বড় হয়ে যায় ।


লিখা পড়া শিখে ছেলে বড় হল যখন ,
সেই ছেলেটি মায়ের কথা ভুলে গেল তখন ।


বিয়ে করে আনলো ঘরে সুন্দর একটা বধু,
মায়ে কাঁদে ঘরে বসে ছেলের জন্য শুধু ।


আয়রে বাবা ফিরে আয় বুকটা খা-খা করে,
চাই না কিছু তোর কাছে একটু দেখাদে মোরে।


সেই ছেলেটি করেনা তো মায়ের কথা শ্রবণ,
বৌ নিয়ে শুরু করে সুখে জীবন যাপন ।


দুঃখী মা দুঃখ নিয়ে বিদায় হয়ে গেল,
সারা জীবন কষ্ট করে এই প্রতিদান পেল ।


দুঃখী মায়ের দুঃখ ভবে গেল না তো কভু,
এমন ছেলে মায়ের কোলে দিওনা গো প্রভু।