দ্বীনের নবীর আগমন
ইব্রাহিম হোসেন


বিশ্ব নবী দ্বীনের নবী
বারো - ই রবিউল আওয়ালে,
ধরার মাঝে জন্ম নিলেন
খুশির কলরব সুর কাওয়ালে।


পথ হারা কে পথ দেখাতে
মা আমিনার ওই কোলে,
রহমত স্বরূপ এলেন নবী
দুরুদ পড়ে বিশ্ব দোলে।


খুশির জোয়ার বয়ে গেলো
মক্কা শহর আরব দেশে,
মোহাম্মদের নাম ধরে গায়
পাখপাখালি প্রেমাবেশে।


আকাশ বাতাস চন্দ্র তারা
নীল আকাশে মুচকি হাসে,
নূরের তৈরী ফেরেশতারা
ভালোবেসে থাকেন পাশে।


আঁধার ভুবন করতে আলো
পাঠা'ইলেন সৃষ্টিকারী,
দলে দলে কালমা পড়ে
ঈমানদারে সারি সারি।


ইসলামেরই বিজয় নিশান
উড়িলো ওই আকাশ পানে,
বিশ্ববাসী জগতবাসী
পাগল পারা নবীর ধ্যানে।


খোদার রাসূল প্রাণের বুলবুল
জন্ম নিলেন তার কারণে,
জাহেলিয়াত দূর হলো যে
শান্তি এলো তাঁর স্মরণে।