দ্বীনের ডাক  
ইব্রাহিম হোসেন  
===========


জাগো জাগো, জেগে উঠো জনগণ সব ;
সিজদায় নত হও স্মরণে রব ।
রাসূলের অপমানে হও প্রতিবাদী,
নির্মূল করে দাও সব অপরাধী।
মুনাফিক, বেইমান, নাস্তিকবাদী,
সৎ পথে এসে হও সত্যবাদী ।
সততায় সাদরে করি আহ্বান,
রাসুলের পথে সবে হও আগুয়ান।
এ পথই মুক্তির, শান্তির পথ,
দূর হবে জীবনের সকল বিপদ।
শাণিত কালিমার বাণীটা ঠোঁটে,
দ্বীন ইসলাম রাখ হৃদয় তটে ।
ইসলাম আল্লাহর মনোনীত দ্বীন ,
যেওনা ভুলে তাকে কভু কোন দিন ।
শান্তির পথে যদি আসেও মরণ,
মনে-প্রাণে তাকে করে নিও বরণ ।
চির সুখে রাখবেন আল্লাহ মহান,
যে সুখের কোন দিন নাই অবসান।
এসো সবে, ডাকি তবে দ্বীনের ছায়ায়;
সুখ আর সুখ শুধু যার শেষ নাই।