দুঃখ সুখের জিন্দেগী
মোঃ ইব্রাহিম হোসেন


দুঃখ সুখের  জিন্দেগীতে
আসতে পারে নানান বাধা,
জীবন চলার পথের মাঝে
লাগতে পারে গায়ে কাদা।


থমকে গেলে চলবে নাকো
গর্জে উঠো মানব সবে,
সুখী জীবন পেতে হলে
দুঃখ জ্বালা সইতে হবে।


দুখের পরে সুখ আসে যে
ধৈর্য ধরো মনের জোরে,
অবচেতন আর থেকো না
শক্তি রাখো বাহুডোরে।


সুখের দেখা পাবেই তুমি
দুঃখ যাবে অবসরে,
হাতছানিতে ডাকবে তোমায়
সুখ পাখিটা সুখ সাগরে।


কাঁটা দেখে ভয় পেওনা
জীবন নায়ের চলতি পথে,
অবশেষে মিলবে দেখা
চড়বে তুমি স্বর্গ রথে।