দুঃখ মনিকোঠে
মোঃ ইব্রাহিম হোসেন


হায়রে জীবন পোড়া কপাল
কষ্ট বারো মাস,
ব্যথার ডালি বক্ষে নিয়ে
জ্যান্ত হয়েও লাশ।


যন্ত্রণাতে কুড়ে কুড়ে
খাচ্ছে দেহ খান,
ওষ্ঠাগত প্রাণের বায়ু
যায় না তবুও প্রাণ।


আর্তনাদে একাকীত্বে
ছটফটিয়ে যাই,
ভুবন ভরা মানুষ কতো
আপন কেহ নাই।


নিঃসঙ্গতা বিরাজ করে
শুন্যতাতে হায়,
বিষণ্ণতা আমার কাছে
ফিরে আসে তায়।


এই পৃথিবীর স্বার্থপর সব
আমায় ভুলে রয়,
মনিকোঠে বাসা বেঁধে
দুঃখ কথা কয়।