ঈদ মোবারক
ইব্রাহিম হোসেন


শাওয়ালের চাঁদ ঐ উঁকি মেরেছে
মুমিনের দ্বারে দ্বারে ঈদ এসেছে,
ঈদের খুশিতে মন ভেসে উঠেছে
রোজা ও তারাবির বোনাস এসেছে ।।


আনন্দ খুশির নাই সীমা নাই
মুলাকাতে মুমিনেরা দুহাত বাড়ায়,
আল্লাহু আকবার ধ্বনির দ্বারায়
ঈদের হরষে যেন উতলা সবাই ।।


ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ মোবারক
পড়েনা যেন আজ খুশির পলক ,
ধনী, গরিব আর ইয়াতীম অসহায়
সবার মনেই আজ ঈদের ঝলক ।।


পাশাপাশি দাঁড়িয়ে একই কাতারে
ঈদের সালাতে মন মনোনিবেশন ,
তাকবীরে তাকবীরে মুখরিত সব
এ-খুশি বিধাতার দেওয়া আয়োজন ।।


রোজাদার মুসল্লি আত্মহারা
খোদার প্রেমে সব পাগল পারা ,
ময়দানে ময়দানে সালাতে খাড়া
মনে বয়ে চলে খুশির বন্যা ধারা ।।


রোজা ও তারাবিহ বিদায় নিলো
বিনিময়ে ঈদের খুশি এলো ,
ঈদ মোবারক ঈদ মোবারক
আনন্দে হৃদয় পূর্ণ হলো ।


****************


ঈদের খুশি
ইব্রাহিম হোসেন


ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি
হিংসা-বিদ্বেষ যেন নাহি পুষি,
ধনী আর গরিবে সকলে মিলি
ভাগাভাগি করি এসো ঈদের খুশি ।।


ঈদগাহে যাব পড়বো নামাজ
একই কাতারে মিলে সকল সমাজ,
উঁচু-নিচু কারো সাথে নেই ভেদাভেদ,
শুনি আল্লাহু আকবার ধ্বনি আওয়াজ ।।


নামাজ শেষে কাঁধে কাঁধ মিলিয়ে
কোলাকুলি করে হব তুষ্ট খুশি ,
হিংসা বিদ্বেষ যত আছে মনে
দূরীভূত করে মুখে ফুটাবো হাসি ।।


নিজে যা খাব তা অন্যকে দেব
দুঃখী জনের মুখে হাসি ফোটাবো,
চাকর-বাকর কোন নেই যে তফাৎ
সকলের সাথে মোরা মিশে রবো ।।


পাশে যদি গরিবের থাকে বসবাস
কষ্ট বুকে পুষে করে হা-হুতাশ,
মানবতার হাতটা বাড়িয়ে দেব
ঈদের খুশিতে যেন বাড়ে উল্লাস ।।


ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি
পাশাপাশি সকলেই যেন ভালোবাসি,
রমাদান দিল এই শিক্ষা যে আসি
মিলেমিশে থাকি যেন পাড়া-প্রতিবেশী ।।


*********সমাপ্ত********
❤❤❤❤❤❤❤❤❤❤❤