বন্দিশালা
ইব্রাহিম হোসেন


থাকবো নাকো বন্দিশালায়
দূর করিব ব্যাধি বালায়,
আবিষ্কারের প্রত্যয়ে তাই
ব্যাধি শিফার প্রতিষেধক চাই।


ব্যাধি যখন আইছে ভবে
এর প্রতিকার হবেই হবে,
চল না যাই হাদিস কোর-আন
রিসার্চ করে পাবই তবে।


দেশ-বিদেশের জ্ঞানীগুণী
আছেন যত পণ্ডিত মহাশয়,
এক হয়ে সব একই ঠাঁই
প্রতিষেধক হবেই জয় ।


ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক
মহাজ্ঞানী গুণীজন,
আপন আপন ধ্যানে বস
পাবেই তোমার প্রত্যায়ন ।


আর দিব না ধুঁকে ধুঁকে
মরতে মানুষ বিশ্ব বুকে,
আর হবেনা কাতর মানুষ
কেঁদে কেঁদে মৃত্যু শোকে ।


আর রব না বন্দী ঘরে
দেখবো এবার বিশ্ব ঘুরে ,
প্রতিষেধক হাতে নিয়ে
দূর করিব ব্যাধিটারে ।
===========
*************
*************
===========