অজানা খবর
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ০৬/০৪/২০২২ ইং


নাই দাম ছোট প্রাণ তবু চায় কিছু,
অসহায় ছুটে যায়  কারো পিছু পিছু।
খবরের কাগজেতে কত লেখা থাকে,
কারো লেখা রয় শুধু জীবনের বাঁকে।


নিউজ ও শিরোনামে কত লেখা ছাপা,
কিছু মানবের স্মৃতি হয় নাকো আঁকা।
জীবনের বালুচরে দুঃখ গুলো সব,
একাকী তা খায় কুরে ঘাতে কলরব।


কারো বাত যায় সাথ হাওয়ারও বেগে,
কেউ ফির ক্ষণ কাটে বিরহেতে জেগে।
খুব ভোরে পাওয়া যায় স্লোগানের সুর,
হিরোইন হিরো আর দূর বহুদূর।


বাড়ির পাশের ওই মা ও ছেলে হায়,
কত জন অনাহারে ক্ষণদা কাটায়।
উঠে নাকো শিরোনাম নিউজের পাতে,
শিরোনামে নিতে নাকি কড়ি চায় তাতে।


অথচ কতই দেখি লেখা সারি সারি,
অঙ্গ খালি নাই দেহে কাপড়ও শাড়ি।
শর্ত ছাড়া দিশেহারা সাংবাদিক ভাই,
অর্থহীনে দয়া বিনে খবর যে নাই।