এক বুক জ্বালা
মোঃ ইব্রাহিম হোসেন


আজ তুমি চলে গেলে কেনো বলো প্রিয়া ?
তুমি ছাড়া সারাক্ষণ কাঁদে মোর হিয়া।
কিবা দোষ ছিলো বলো, কোন্ অপরাধ ?
বিনা দোষে ব্যথা দিলে, দিলে অপবাদ।


তোমাকেই নিয়ে মনে হাজারও আশা,
ছিলো এই বুক ভরা কত ভালোবাসা !
সুখে দুখে দুই জনে বাঁধিবো যে ঘর,
ভেঙে দিলে আশা গুলো হয়ে গেলে পর।


বেদনার বালুচরে একা আমি তাই,
যেদিকে তাকাই আর কিছু দেখি নাই।
ব্যথা গুলো জোট বেঁধে হুল মেরে যায়,
রুধির ক্ষরণ হৃদে হাহাকারে হায় !


আকাশের ওই নীলে পাখিরা হারায়,
বিরহের জ্বালা মোরে ডাকে ইশারায়।
ভীষণ একাকী মন মরণের ডাক,
চলে যাবো বহুদূরে শেষ হবে বাক।


যদি চাও দেখে যাও বিরহের সুর,
চিরসুখে থেকো তুমি চলে যাবো দূর।
কোনদিন হবে নাকো আর কভু দেখা,
এক বুক জ্বালা নিয়ে রয়ে যাবো একা।