এক টাকাই লক্ষ টাকা
ইব্রাহিম হোসেন


পরের আছে ভরি ভরি
লাভ তো কিছু  নাই,
লবণ ভাতে পিঁয়াজ মরিচ
তৃপ্তি মনে পাই।


ধনীর আছে দালান কোঠা
আপন নয় সে পর,
অনেক সুখে বাস করি যে
আমার টিনের ঘর।


থাকলে জমা কোটি টাকা
কেউ দিবে না তাই,
একটি টাকা মোর পকেটে
লক্ষ টাকা ভাই।


কোটি টাকা চাই না আমি
না চাই প্রাইভেট কার,
দুই টাকার ঐ সাইকেলেতেই
হবে জীবন পার।


খোদার কাছে এই মিনতি
করি জীবন'ভর,
সদাই থেকো পাশে প্রভু
থাকবে না মোর ডর।