একজন বীর শহিদের কথা  (রক্তাক্ত জুলাই ২০২৪)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০৭-২০২৪ ইং

নিজের জন্য লড়ি নাই আমি
লড়েছি জাতির জন্য,
বুলেট বোমার আঘাতে জীবন
বিনাশ তবুও ধন্য।

অধিকার চেয়ে রাজাকার হয়ে
রাজপথে হয় মরণ,
চলে গেছি হায় পরপারে তাই
করিয়া সাদরে বরণ।

আমি তো মরিনি কভু তো হারিনি
তোমাদের মাঝে বিরাজ,
বেঁচে আছি ভাই অন্তরে ঠাঁই
তারিফে এ দিল'দারাজ।

আমাকে তখনো ভুলো না কখনো
আবার হলেও জিহাদ,
যদি পাই প্রাণ পুনঃ দেবো জান
রেখো বন্ধনে ভায়াদ।

দিয়েছি রক্ত হইনি ভক্ত
মানিবো না হার কভু ও,
ফের যদি হায় হায়নারা ধায়
বুক পেতো দেবো তবু ও।

আমার এ দেশ তোমার এ দেশ
লাল-সবুজের পতাকা,
ততদিন ভবে যতদিন রবে
মানব জীবন দু'চাকা।

আমরা তো বীর থাকিবো না ধীর
উন্নত শির রাখিয়া,
মারিবো ডাণ্ডা উড়াবো ঝাণ্ডা
বিশ্ব দেখিবে তাকিয়া।