একুশের ঢল
ইব্রাহিম হোসেন
অক্ষর বৃত্ত ছন্দ (৮+৬)


দুহাজার বিশ গেলো
বিদায়েতে আজ,
একুশের হবে তাই
নব রূপে সাজ।


বিশ ছিলো বিষে ভরা
করোনার বাণ,
একুশেতে দিতে পারে
তাহা হতে ত্রাণ।


খুশিতে যে উল্লাসিত
দেশ জনগণ,
নব সন পালনেতে
কত আয়োজন!  


দিন শেষে রাত গেলো
হলো বারোটাই,
একুশের আগমনে
সুখ সীমা নাই।


মোবাইল ফোনে তারা
কত করে কল,
জনগণে পুলকিত
একুশের ঢল।