ফাগুনের দিন
মোঃ ইব্রাহিম হোসেন, রাজশাহী


গাছে গাছে পাতা নড়ে ঝরে পড়ে যায়,
বিহগেরা ডানা মেলে আকাশে মিলায়।
দখিনা পবন বয় নাও খোঁজে কূল,
ভ্রমরের গুনগুন বাগে ফোটে ফুল।


শিমুল মহুয়া কত মণিমালা চাঁপা,
পলাশ মাদার আর বেলী ফুলে গাঁথা।
ফুলে ফুলে ভরা ভূম মাঠ ঘাট বিল,
কোকিলের মধু সুর মনোরম শীল।


আকাশের রঙ নীল সাদা সাদা মেঘ,
এসেছে ফাগুন মনে বাড়ে গতিবেগ।
নব সাজে সাজে ধরা কী যে মনোলোভা!
যেদিকে তাকাই দেখি প্রকৃতির শোভা।


প্রকৃতির এই শোভা দু'চোখ জুড়ায়,
ছোট ছোট ছেলেমেয়ে কুসুম কুড়ায়।
ফাগুনের ছোঁয়া পেয়ে পাতা কুঁড়ি গজে,
ভোমরেরা দলে দলে ফুলে মধু খোঁজে।


শতরূপে সাজানো এ ফাগুনের দিন,
সৃষ্টি কুল  মনে বাজে মহা সুখ বীণ।
শোকর গুজার করি হে প্রভু মালিক !
যাবতীয় শান তব মহান খালিক।