পুতুলের জ্বর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনার তারািখঃ ০৬/০৫/২০২২, শুক্রবার


চাল নাই চুল নাই
ভাঙা এক ঘর,
তাল পাতা ছাউনিতে
ঝড় এলে ডর।


নীলে দেখা যায় চাঁদ
তার ফাঁক দিয়ে,
কাল হবে সেই ঘরে
পুতুলের বিয়ে।


নাচানাচি খোকা খুকি
বাদলের পরে,
জলে ভিজে পুতুলেরে
জ্বর এসে ধরে।


কাঁদে খুকি ক্ষণে ক্ষণ
পুতুলের তর,
মনে খুব ধরে ডর
কি যে বলে বর?  


ডাক্তার চটপট
এসে পড়ে ওই,
এখনি তো জ্বর যাবে
খুকুমণি কই?


হাসে খুকি প্রাণ খুলে
প্রাণ ফিরে পায়,
তার হাসি দেখে সব
নাচে আর গায়।