ফিরে পেতে চাই
      শিশুকাল  
(  ইব্রাহিম হোসেন )
💃🏃💃🏃💃🏃


==============
ফিরে পেতে চাই ফির
সেই শিশুকাল,
দুঃখ কাকে বলে ?
বুঝিনি যার হাল ।।


হাসি খুশি মনে আমার
কেটে যেত প্রহর ,
কত পেতাম এই জীবনে
মা জননীর আদর !!


হাটে ঘাটে গেলে বাবা
ধরে মায়ের আঁচল,  
বাবা তুমি নিয়ে এসো
মিষ্টি মাখা ঝোল ।।    


ভালোবাসে খোকা বুঝি
দই জিলাপি মিষ্টি ,
কিনে এনে দেবো তারে
আমার শুভ দৃষ্টি ।


মা ও বাবার আদরে
আমি বেড়ে উঠতাম,
আনন্দ খুশি মনে
পাঠশালাতে যেতাম ।।


নদীর তীরে বাঁশ বাগানে
খেলা ধুলাতে ,
কান্না চোখে লাগলে ধুলো
মায়ের বকাতে ।।


ক্ষণিক পরে আদর পেয়ে
ভালোবাসাতে ,
মনটা আমার ভরে যেত
মায়ের চুমুতে ।।


কত স্মৃতি গাঁথা আছে
এই মনেতে ,
ফিরে যেতে চাই সেই
শিশু কালেতে ।


♥♥♥♥♥♥
==========