ফিরে এসো
মোঃ ইব্রাহিম হোসেন
তরল পয়ার অক্ষর বৃত্ত ছন্দ ৮+৬


শোনো প্রিয়া মন দিয়া গেলে ব্যথা দিয়ে,
কাঁদে মন সারা ক্ষণ স্মৃতিগুলো নিয়ে।
কী যে দোষে কী যে রোষে চলে গেলে আজ!
তুমি বিনা সুখ হীনা পড়ে শিরে বাজ।


ছিলো আশা ভালোবাসা মন জুড়ে কত!
হাসিখুশি মনে পুষি ছিলো অবিরত।
ভেঙে আশা খাসা বাসা দিলে চোখে জল,
ডুবি আমি দিবাযামী সাগরের তল।


নাহি বুঝি শুধু খুঁজি পাগলের মত,
পাই নাকো কাছে ডাকো দাও ব্যথা যত।
সয়ে যাবো তোমা পাবো তবু সুখ মনে,
তুমি আমি বধূ স্বামী রবো এক সনে।


আশা এই তুমি সেই চিরদিন রবে,
সাড়া দাও কাছে নাও,নাও পাশে তবে।
তুমি ছাড়া সর্বহারা কেনো বুঝো নাকো?
ফিরে এসে ভালোবেসে প্রেম দিয়ে ঢাকো।


কষ্ট দূর রবে সুর থাকো যদি পাশে,
মনে মনে সঙ্গোপনে তাই থাকি আশে।
প্রিয়তমা ভুল ক্ষমা করো থাকে যদি,
হাতে হাত দিবারাত রাখো নিরবধি।
==================


রুবাইয়াত গুচ্ছ
মোঃ ইব্রাহিম হোসেন


(১)
হত্যা ধর্ষণ রক্তাক্ততেই আরব ছিলো ডুবি,
মাস রবিউল আওয়াল বারোই জন্ম নিলেন নবী।
শান্তিধারা ধরার বুকে মা আমিনার কোলে,
আরববাসী বেজায় খুশি উঠলো যেনো রবি।


(২)
দ্বীনের নবী ধ্যানের ছবি সবার সেরা জানি,
মরুর বুকে জ্বালতে আলো এলেন খোদার বাণী।
অন্ধকারে নিমজ্জিত ছিলো মরুর সে দেশ,
তাঁর কারণে জগৎ আলো আমরা সবাই মানি।


(৩)
দীপ্ত শিখা উঠলো জ্বলে বিশ্ব নবীর কারণ,
সত্য পথের দিশা দিলেন সত্য করে ধারণ।
রক্ত ক্ষরণ হলো কতো কাফেরদেরই হাতে,
হন'নি ক্ষান্ত শোনেন'নি তো জালিমদেরই বারণ।


(৪)
মরুর বুকে ফুটলো যে ফুল উঠলো সবে হেসে,
দুঃখ দূরে পাশাপাশি সুখ জোয়ারে ভেসে।
লাঞ্ছিত সব নারী জাতির দিলেন নবী সম্মান,
শান্তিতে আর শৃঙ্খলাতে বিজয় এলো শেষে।


(৫)
বিশ্ব নবী চিনলো সবে চিনলো না যে মানুষ,
আল্লাহ নবী ভুলে মানুষ সুখে উড়ায় ফানুস।
কেউ হবে না কান্ডারী ভাই প্রিয়নবী বিনে,
বুদ্ধি করো বিবেক দিয়ে আছে'ই যে তা হুঁশ।
======================