ফুল বাগানের ফুল  
ইব্রাহিম হোসেন  
===========


আল্লাহ বল, গড বল, বল ভগবান ;
সৃষ্টিকারী একজনই তো,আমরা সবাই গোলাম।
দেশ ভেদে, জাতি ভেদে, ধর্ম ভেদে সবাই;
পৃথক ভাবে চলি সবে, খোদার দুনিয়ায়।
যে ভাষাতেই কথা বলি, শোনেন সবি তিঁনি;
হিন্দু-বৌদ্ধ, মুসলমানের সৃষ্টিকারী যিঁনি।
ধনী-গরীব,ফকির-মিসকিন, শ্রেষ্ঠ জাতি সব;
একই চোখে দেখেন বিধি,তিঁনিই সবার রব।
একই রক্তে, একই মাংসে,গড়া মানব জীবন;
একজনারই ডাকে ভবে, হবে সবার মরণ।
জনে জনে,নেই ভেদাভেদ,মালিক সবার খোদা;
হিংসা-বিদ্বেষ পুষে মনে,থেকোনা আর জুদা।
রক্ত-ক্ষরণ, মারামারি, দূর করো ভাই সবে ;
দুই দিনের এই দুনিয়াতে, সবই যে শেষ হবে।
আজ আছি তো কালকে নেই, কিসের বাহাদুরি?
শক্তি - বল দান করেছেন, মহান সৃষ্টিকারী।
পরের জায়গা,পরের জমি,নয়তো তোমার কিছু;
জগত মালিক কেড়ে নিলে, মাথা হবে নিচু।
অর্থ-কড়ি, শক্তিবল, ওই বিধাতার দান ;
তুমি,আমি,আমরা তাঁর, তৈরী ফুলের বাগান।
ফুল বাগানে আগাছাটা, জন্ম নিলে কভু ;
উপড়ে ফেলেন বাগান মালি,গাছটি রেখে শুধু।
বিশ্ব মানব সৃষ্টকারীর, ফুল বাগানের ফুল;
আয়ু শেষে, ঝরে যাবে, থাকবে না আর কূল।
আমরা সবাই এই ভুবনে,ফুল বাগানের ফুল;
ধনী-গরীব নেই ভেদাভেদ, একই জাতি কূল।