ঘাড় মটকাও
ইব্রাহিম হোসেন


ভেঙে দাও মড়াৎ করে
ইবলিশের ঘাড়'টা ধরে,
মারো চড় দুটি গালে
বেঁধে দাও ফাঁদের জালে।


নয় এরা মানুষ ভবে
চিরদিন ক্ষতিই হবে,
ছলনায় সারা বেলা
করে যায় পাপের খেলা।


হিংসুটে থাকে তারা
করে সব সর্ব'হারা,
সাবধানে থেকো সবে
নইলে সব শেষ যে হবে।


দিয়ে ভর চলে পথে
অসৎ আর অন্যায় রথে,
সুযোগে মারে বাণে
মরে সব বিষের ঘ্রাণে।


হুঁশিয়ার দিনে রাতে
থাকো সব রবের সাথে,
পাবে ত্রাণ পরকালে
সদা সুখ রবে ভালে।