গন্ধ বিহীন ফুল
ইব্রাহিম হোসেন


রিক্ত বরণ দেহের গড়ন
গন্ধ বিহীন ফুল,
ভ্রমণ এসে পায় না মধু
জোরসে মারে হুল।


কাঁটার ঘাতে বিষন্নতা
রক্ত ক্ষরণ হয়,
সাধের জীবন তিলে তিলে
যাচ্ছে হয়ে ক্ষয়।


রুদ্ধ ঘরে বন্দি একা
আপন স্বজন নাই,
কষ্ট গুলো হৃদ গহিনে
নিচ্ছে করে ঠাঁই।


কাগজের এক তৈরী ফুলে
গন্ধ কি গো পায়?
এই অভাগা চায় যেদিকে
সাগর শুকায় যায়।


জন্ম নিয়ে বৃথা জীবন
শূন্য বালু চর,
বালুর চরে জীবন বাঁকে
সবাই হলো পর।
=============


তোমার ভাবনা
ইব্রাহিম হোসেন


দুরু দুরু মন কাঁপে
কি জানি কি হয়?
ভালোবাসা মনে আশা
হবে কি গো জয়?


আসি বলে যাও চলে
ফিরে আসো না যে,
অযুহাতে থাকো সদা
না জানি কি কাজে?


ভোর হলে নদী ঘাটে
জল নিতে যাও,
দুটি চোখে দেখে মোরে
ফিরে ফিরে চাও।


চোখ দিয়ে ইশারাতে
ডাকো শুধু তাই,
কাছে গেলে এই আছো
সেই তুমি নাই।


ফুল পরী,লাল পরী
নাকি নীল পরী?
কেটে যায় সারাদিন
ভেবে ভেবে মরি।
============