গর্জে ওঠো (রক্তাক্ত জুলাই ২০২৪)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-০৮-২০২৪ ইং
থাকবে কেনো পরাধীনতায়
মরতে হবে ভয় কীসে ভাই?
জাগ্রত হও দেশকে বাঁচাও,
বাঁচাও জাতির মান,
আল্লাহ সুমহান।
সরাইখানার জীবন খানি
নয় চিরদিন অমোঘ বাণী
বিদ্রোহী সুর কণ্ঠে বহন,
বহন কাঁধে লাশ!
দীর্ঘতে নিঃশ্বাস।
জাতির জন্য মরণ ভালো
দিগ্বিদিকে ছড়ায় আলো
আমজনতার দোয়া সে পায়
নাম স্মরণে তাঁর,
দেশের অহংকার।
গর্জে ওঠো গুটিয়ে না হাত
হক আদায়ের বজ্র আঘাত
রাজপথে হোক মরণ মিছিল
সত্যেতে দাও প্রাণ,
মৃত্যুতে অম্লান।