গ্রাম শহরের স্মৃতি
মোঃ ইব্রাহিম হোসেন


ইব্রাহিম নাম বাবা রেখে দিলো,
শত বিঘা সম্পত্তি তার ছিলো।
জয়নাল সরকার খ্যাতনামা নাম'টি,
সৎ সাহসী বাঘের মতই কাম'টি।


গ্রাম'টি আমার পদ্মা নদীর পাড়ে,
বাড়ি যে মোর সেই নদীরই ধারে।
হরিশংকর-পুর ওই গ্রামের পাশে,
পর্যটকে দেখতে সবে আসে।


অল্প দূরে বট-গাছেরই কাছে,
ভাটুপাড়া পোস্ট অফিস যে আছে।
সেথায় আমার দুলা ভাইয়ের বাড়ি,
মাঝে মাঝে তার সাথে দিই আড়ি।


আমার বাড়ি গোদাগাড়ী থানা,
দেখতে যেতে নেইতো কারো মানা।
শহর থেকে তেইশ কিলো দূরে,
মন ভরে যায় পদ্মারই কূল ঘুরে।


রাজশাহী যে জেলা বিভাগ দুটো,
দৃষ্টিনন্দন দেখতে সবাই ছুটো।
স্বচ্ছ নির্মল পরিবেশের ঘাঁটি,
রূপে গুণে সেরা জেলার মাটি।
================



কাব্য আমার সাহস
মোঃ ইব্রাহিম হোসেন


কষ্টে ভরা জীবন মাগো
কষ্ট কভু গেলো না,
ছন্দ দিয়ে মাত্রা দিয়ে
তাই তো লিখি কাব্য মা।


মনের কথা কেউ বুঝে না
কাব্য আমি লিখে যাই,
কাব্য মাঝে একটু করে
শান্তি যেনো খুঁজে পাই।


মাগো পরের কষ্ট দেখে
ভাসে আমার নয়ন দ্বয়,
আমি দুঃখী,দুঃখ বুঝি
দুঃখীর কথা এ মন কয়।


মনের ভেতর দুঃখগুলো
যখন আমার নাড়া দেয়,
ছন্দ তালের সেই কবিতা
একটু হলেও ভাগ যে নেয়।


দেশের কথা দশের কথা
কাব্যে আমার লেখা হয়,
প্রতিবাদের ঝড় তুলি যে
সৎ পথে মোর নেই'কো ভয়।