গ্রেনেড হামলা
ইব্রাহিম হোসেন
========


একুশে আগস্ট গ্রেনেড হামলা, আওয়ামী লীগের কাল;
শোকাহত সনটা ছিল, দু'হাজার চার সাল।
জননেত্রী শেখ হাসিনার, ভাষণ দেবার তরে;
ট্রাকের ওপর নেতা কর্মী, মঞ্চ তৈরি করে।
বঙ্গবন্ধু এভিনিউ,দলীয় কার্যালয়ের সমুখ পানে ;
ট্রাকের উপর তৈরী মঞ্চে, শেখ হাসিনা ভাষণে।
ছুটে ছুটে আসে সবাই, শেখ হাসিনার জনসভায় ;
শেখ হাসিনার ভাষণ শুনে প্রাণটা ভরে যায়।
শেখ হাসিনা দিচ্ছেন ভাষন, শুনছে জনগণ ;
জীবন দিয়ে হলেও করবেন, দেশের উন্নয়ন।
তারই মাঝে ছিল কত! ঘাতক শ্রেণীর দল্ ;
তাঁকে বিনাশ করার তরে, চিত্তে ছিল বল্।
ভাষণ দেওয়ার শেষেই হল,বিকট বিস্ফোরণ
বৃষ্টির মতো শুরু হলো, বোমা, গুলি, বর্ষণ।
কালো ধোঁয়ায় ছেয়ে গেল, অন্ধকারে সব ;
চারি দিকে শোনা যায় ,  মৃত্যু  কলরব।
রক্ত ক্ষয়ে, রক্তাক্ত, রক্তে হলো লাল ;
বিষের বাণে, মৃত্যু কোলে, করুণ দশা হাল।
লটপটায়া ছটফটায় সব, তাজা তাজা প্রাণ ;
শহীদ হলেন মঞ্চ মাঠে, বেগম আইভি রহমান।
আরো হলো শহীদ মঞ্চে, তেইশ তাজা প্রাণ;
পাচ্ছে সবাই, নাকের ডগায়, রক্ত ক্ষয়ী ঘ্রাণ।
শেখ হাসিনা সহ হলেন, তিনশো আহত ;
গভীর শোকে দেশনেত্রী হলেন শোকাহত।
বয়ে গেল দিক বিদিকে, শোকের বন্যা ঢল ;
বৃষ্টি ধারার মতই ঝরে, সবার অশ্রু জল।