১/


গোমড়া মুখ
ইব্রাহিম হোসেন


একটি মেয়ে বললো আমায়
গোমড়া আমার মুখ,
তার দেহেতে রূপের আলো
দিলো মনে দুখ।


মুখটা আমার গোমড়া আছে
দুঃখ তাতে নাই,
গোমড়া মুখই আল্লাহ্ পাকের
তৈরী জেনো ভাই।


যে মেয়েটি বললো মোরে
গোমড়া আমায় আজ,
ক'দিন রবে সেই মেয়েটির
ভবে রূপের সাজ।


ও রূপসী মেয়ে বলি
শোনো দিয়ে কান,
তোমার মত নারীই হবে
আমার জানের জান।


আমার ঘরের রাণী হবে
আমি হবো রাজ,
তোমার তরে খারাপ আমি
তার কাছে যে নাজ।


চামড়া ধলো রূপের আলো
হবেই হবে শেষ,
পড়বে মনে সেদিন আমায়
দুঃখ পাবে বেশ।


অনুতাপে পুড়বে তখন
বলবে তোমার মন,
চাইতে ক্ষমা খুঁজবে মোরে
কাঁদবে সারা'ক্ষণ।
==========


২/


আলতা রাঙা পায়
ইব্রাহিম হোসেন


যাচ্ছে কন্যা হেলে দুলে
করছে কত ঢঙ?
মন হরষে মাখছে গায়ে
হুলির গুঁড়ো রঙ।


কোমর দোলায় মন মজায়ে
আলতা রাঙা পায়,
নূপুর পড়ে ঝুমুর ঝুমুর
কোথায় চলে যায়?


ও রূপসী তোমার রূপে
মনটা পাগল হায়!
ভালোবেসে ডাকছি কাছে
মন তোমাকে চায়।


ঝুমকো জবা কানের দুলে
টিপ ললাটে ওই,
শাপলা বেলি ও চামেলি
কইরে তোরা কই?


লাল শাড়িতে মুখটা ঢেকে
প্রিয়া আমার যায়,
কাঁচের চুড়ির বাজনা বাজে
আয়রে তোরা আয়।


আলতা রাঙা দুটি পায়ে
হাঁটে মেঠো পথ,
পারিস যদি আয়রে নিয়ে
পালকি নামের রথ।
===========