জ্ঞানের দুয়ার
মোঃ ইব্রাহিম হোসেন


খুলে গেছে জ্ঞানের দুয়ার
ইশকুলেতে চলো,
খোকা খুকি মন দিয়ে সব
অ আ ক খ বলো।


পাঠশালাতে যাবে সবে
করবে লেখা-পড়া,
গড়বে জীবন জ্ঞানের দ্বারা
ধন্য হবে ধরা।


লেখাপড়া করে যে জন
মনোযোগের সাথে,
ফুল ফোটে তার জীবন বাগে
ভ্রমর গানে মাতে।


সুখী হতে এই ভুবনে
লেখাপড়া করবে,
জ্ঞানের মশাল জ্বেলে জ্ঞান কে
আঁকড়ে মনে ধরবে।


ধন্য হবে জীবন তোমার
ধন্য হবে ভূমি,
বিশ্ব ভুবন করবে শ্রদ্ধা
ভালোবাসায় চুমি।
==========


আঁকড়ে ধরো দ্বীন
মোঃ ইব্রাহিম হোসেন


ভাবছো আজি ধরছো বাজি
থাকবে চির'দিন,
ভাবনা মিছা মাটির বিছা
রবে সঙ্গী'হীন।


জীবন বেলা ক্ষণিক খেলা
চিরদিনের নয়,
ভবের মেলা রঙ্গ লীলা
সব'ই হবে ক্ষয়।


মিথ্যা মোহে অগ্নি দ্রোহে
চলছো ভবে আজ,
নাজাত পেতে স্বর্গে যেতে
করো সঠিক কাজ।


কর্ম করো জীবন গড়ো
সরল পথে তবে,
ধন্য হবে এইনা ভবে
সুখেই তুমি রবে।


লোভের মায়া ছাড়ো ভাইয়া
আঁকড়ে ধরো দ্বীন,
শান্তি পাবে দুঃখ যাবে
বাজবে সুখে বীণ।