হে মহান খালিক
মোঃ ইব্রাহিম হোসেন


সব কিছু ভুলি দুটি হাত তুলি
নুয়ায়েছি এই শির,
স্মরণেতে পাপ চাই মোরা মাফ
ঝরাই যে আঁখি নীর।


জানি না কখন বাজিবে যখন
জীবনের শেষ বীণ,
হয়তো হবে না চাওয়া পাপ ক্ষমা
সময় সুযোগ দিন।


পাপ অনুতাপে এ হৃদয় কাঁপে
হে রহিম রহমান!
অঝোরেতে ঝরে আঁখিজল ডরে
যেন নদী বহমান।


গাহি গুনগান তুমি মহিয়ান
হে আল্লাহ মালিক !
তব সমমানে নাই দো-জাহানে
তুমি'ই তো খালিক।


তুলিয়াছি হাত দিও গো নাজাত
ওগো দয়াবান রব!
তুমি তো রহিম, তুমি রহমান
সঁপি তব পদে সব।