হীমেল শীত
ইব্রাহিম হোসেন


শীত সকালে শীতের পিঠা
মায়ের হাতের তৈরি মিঠা
ভরা খেজুর রসে,
খোকা খুকি ভাই বোনে আর
খাচ্ছে পিঠা যে যত পার
বারান্দাতে বসে।


সূর্য্যি মামা উঁকি মারে
ঘোর কুয়াশা অন্ধকারে
শিশির দূর্বা-ঘাসে,
সন্ধ্যা হলে আঁধার নামে
যায় না দেখা ডানে বামে
দিন ভিখারি ফাঁসে।


ঠান্ডা লাগে শীতের দিনে
গরীব কাঁদে চাদর বিনে
থর থরিয়া কাঁপে,
আল্লাহ তুমি মহান প্রভু
আর দিয়ো না কষ্ট কভু
কোনো পাপের তাপে।


পথের ধারে শিশু থাকে
কান্না স্বরে হাত'টা পাতে
একটি টাকা নিতে,
দুঃখ শত তাদের মনে
প্রার্থনাতে বিধির সনে
চায় যে পোশাক শীতে।