হিংস্র রূপ
ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ (৪+৩/৪+৩/৪+৪/৪+৪/৫+৫)


আর কত দিন থাকবি  চুপ
দেখা এবার হিংস্র রূপ,
আয়রে ছুটে দলে দলে
অস্ত্র ধরে শক্তি বলে,
আমরা মুসলিম বীর, মারবো ছুঁড়ে তীর।


শত্রু যত জব্দ কর
শক্ত করে মুষ্টি ধর,
বাঁচতে হলে বাঁচার মত
লড়তে হবে অবিরত,
আসবে তবে জয়, শত্রু হবে ক্ষয়।


বাজা তোরা মরণ বীণ
বৈরী ভবে হবে লীন,
রণকৌশল সবকে শেখা
শান্তি সুখের মিলবে দেখা,
হাতে রেখে হাত, করবো বাজি মাত।


দুঃখ কষ্ট হবে দূর
মুগ্ধ কণ্ঠে গানে সুর,
বিজয় নিশান আকাশ পানে
উড়বে ওরে জয়ের বানে,
শান্তি সুখের বাস,থাকবে বারো মাস।
===================


সংসারী মেয়ে
ইব্রাহিম হোসেন


কেউ চিনি না কাউকে মোরা
আমরা সবাই পর,
পর মেয়ে কে সঙ্গী করে
বাঁধি সুখের ঘর।


সেই মেয়েটি আপন হয়ে
চিরদিনের তর,
আগলে রাখে সংসার টাকে
মায়ায় দিয়ে ভর।


মা ও বাবা ভাই বোন ছাড়ি
পরের সাথে বাস,
দুঃখ শত মনের মাঝে
কষ্টে ফেলে শ্বাস।


আপন স্বজন ছেড়ে মানে
স্বামীই সেরা ধন,
দুঃখ দিয়ে কেউ কখনও
ভেঙ্গো না তার মন।


আত্মত্যাগের বলিদানে
সংসারী হয় সে,
ঘরের বধূ লক্ষ্মী জেনো
নাই তুলনা যে।
============