হয়নি কেন ?
ইব্রাহিম হোসেন


তোমার বাড়ির পাশে কেন
হয়নি আমার বাড়ি ?
দেখতে পেতাম সব সময়ে
দিতাম কভু আড়ি।


হয়নি কেন তোমার আমার
জন্ম একই সাথে ?
দোলনা চড়ে দোল খা'ইতাম
দিনে কিবা রাতে।


হয়নি কেন তোমার সাথে
আগে আমার দেখা ?
তোমায় দেখে হত আমার
অনেক কিছু শেখা।


হয়নি কেন তোমার সাথে
আমার খেলা'ধুলা ?
একই সাথে যেতাম তবে
তুলতে ক্ষেতের মুলা। 


হয়নি কেন তোমার সাথে
শ্রেণী কক্ষে ঐ মিট ?
হয়নি কেন পাশাপাশি
তোমার আমার'ই সিট।
==≠============


চাঁদের মত মুখ
ইব্রাহিম হোসেন


সারা দেশটা খুঁজে পেলাম
ছোট্ট একটা ভাই,
হৃদয় মাঝে দিলাম তাকে
ভালোবাসার ঠাঁই।


ভাইয়া তুমি সুখে থেকো
দোয়া করে যাই,
এমন মনের মত ভাইয়া
কোথায় বলো পাই?


তুমি আমার চোখের মণি
রত্ন হীরা ধন,
একটি নজর না দেখিলে
কাটে না'যে ক্ষণ।


ভাইয়া তোমার মুখটা যেন
আসমানেরই চাঁদ,
চাঁদের মাঝেও আঁচড় থাকে
নাই তোমাতে খাদ।


দুঃখ ভরা মনের মাঝেও
লাগে বড় সুখ,
ভাইয়া তোমার দেখি যখন
চাঁদের মত মুখ।
============