হুসাইনের শিরচ্ছেদ
মোঃ ইব্রাহিম হোসেন


হিজরি ষাট সাল মহরম মাস
কারবালাতে নিদারুণ ত্রাস  
আঁসুর বহে ঢল,
এজিদ ঘিরে ফোরাতের তীর
হামলার শিকার হুসাইন বীর
যুদ্ধ অবিরল।


তাঁবু গাড়ে রণমাঠে
বন্দি পানি ফোরাত ঘাটে
পানির হাহা'কার,
পিপাসাতে কাতর হয়ে
প্রাণ যে গেলো ক্ষয়ে ক্ষয়ে
কেমন অবি'চার ?


তবুও তাঁরা যুদ্ধ করে
ইসলামেরই ঝাণ্ডা ধরে
শহীদ হোসেন দল,
রক্ত ধারার বন্যা বহে
জীবন নাশের পড়ে দহে
নাই দেহতে বল।


পাষাণ শিমার আসলো ধেয়ে
বিশ্ব অবাক দেখে চেয়ে
ধরলো মনে জেদ,
ইমাম হোসেন সিজদাহ্ রত
রক্তে দেহ ক্ষত ক্ষত
করলো যে শির ছেদ ।