ইসলামী ঝান্ডা  
ইব্রাহিম হোসেন  
===========


ইসলামী ঝান্ডা, ঐ আকাশে
উড়বেই, উড়বেই, উড়বে ;
পারবে না শয়তান, হার মানাতে
ইসলাম জিতবেই, জিতবে।


শাণিত বাণীর, ওই কালিমা খানি
জাগ্রত মুমিনের মনের উচ্ছল,
ইসলাম নামের, ওই নদীর বানে  
দূর হবে শয়তানী,সব কোলাহল।


কোরআনের বাণী, হবে জারি ভুবনে
রাসূলের পথই হবে অনুসরণে,
আল্লাহু আকবার ধ্বনি বারণে
থাকবে না সাহস আর কারোই মনে।


ধৈর্য ধরো, ওহে মুমিন তুমি!
পবিত্র হবে এই জগত ভূমি,
প্রসারিত করে, দুই হাত খানি
পৌঁছে দাও ভবে, কালিমার বাণী।


ইসলামী ঝাণ্ডার, হবেই বিজয়
মুমিনের মরণের, নাই কোন হয় ;
এ দেহের রক্ত যদিও হয়, সব ক্ষয়
তবুও আনবোই ছিনিয়ে, ইসলামের জয়।


ইসলামী ঝান্ডা উড়বে, নীল গগনে
দলে দলে সব আসবে ছুটে, দ্বীন ইসলামে;
ইটপাটকেল মারবে ছুড়ে, শয়তানের পানে
পাগল হবে সব ভবে, আল্লাহ-রাসূলের ধ্যানে।